Image

শফিকুল ইসলাম

(ফিজিওথেরাপি বিশেষজ্ঞ)

BPT, MSPT ( DU, CRP )
 Dip. in-Manipulation Therapy (Certified ETOMG-Belgium)
 PGT- McKenzie Concept for disc problems solving (New Zealand)
 Bobath Concept for stroke rehabilitation ( BBTA ,UK)
 Mulligan Concept (Mulligan institute,UK)
 Manual therapy (Capri Institute, Delhi)
 Neuro Mobilisation ( NOI Group, Australia )

তিনি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র গোলপাহাড় মোড়ে (SPRC)শফিকুল ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে চিফ ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসেবে আছেন।তিনি কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিফ ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছেন । তার এই দীর্ঘ প্রায় ২৫ বছরের কর্মজীবনে তিনি দুই লক্ষের অধিক রোগীকে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দিয়ে সন্তুষ্টি অর্জন করেছেন । তিনি আন্তর্জাতিক মানের ম্যানুয়াল ফিজিওথেরাপির উপর বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত।তিনি তার ম্যানুয়াল থেরাপির মাধ্যমে অনেক ক্রিটিক্যাল রোগীকে সুস্থতার পথ দেখিয়েছেন।